মাদ্রাসার সংক্ষিপ্ত বর্ননাঃ মনিরামপুর উপজেলা সদর থেকে ০৬ কিঃমিঃ দক্ষিণে যশোর সাতক্ষীরা সড়কের সুন্দলপুর বাজার সংলগ্ন এক সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত ধলিগাতী সুন্দলপুর আলিম মাদ্রাসা । বর্তমানে অত্র প্রতিষ্ঠানে হেফজ্ বিভাগ সহ এবতেদায়ী ১ম শ্রেনী হইতে আলিম পর্যন্ত পাঠদান সহ এতিম প্রতিপালন করানো হয়।প্রতিষ্ঠাকাল ০১/০১/১৯৯৪ইং
ইতিহাসঃ অত্র এলাকাই কোন প্রতিষ্ঠান না থাকায় লেখা পড়ার মান উন্নায়নের জন্য ১৯৯৪ ইং সালে ধলিগাতী সুন্দলপুর আলিম মাদ্রাসা এতিম খানা হেফজ খানা এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় । যাহাদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠা লাভ করে তাহাদের মধ্যে উল্লেখ যোগ্য ব্যক্তিবর্গের নাম নিম্নরূপঃ
(ক) মরহুম অধ্যক্ষ মাওঃ মাছুদুর রহমান (খ) বর্তমান অধ্যক্ষ এস, এম, এ ওয়াদুদ (গ) মরহুম ডাঃ আঃ করিম (ঘ) মোঃ আব্দুর রশীদ (ঙ) ড. আবুল কালাম আজাদ (চ) মোঃ বাহারুল ইসলাম (ছ) আল হাজ্ব মাওঃ আবুল হোসেন (জ) জনাব মোঃ আঃ আলিম ডেপুটি সেক্রেটারী পররাষ্ট্র মন্ত্রনালয় (ঝ) গ্রুপ ক্যাপটেন জনাব মোঃ আঃ সালাম বাংলাদেশ বিমান বাহিনী (ঞ) মোঃ জাকির হোসেন পান্নু আর ও অনেকে। প্রতিষ্ঠানটির প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ধলিগাতী গ্রামের বাসিন্দা মরহুম মাওঃ আজিজুর রহমানের সুযোগ্য সন্তান মাওঃ মাছুদুর রহমান। তিনি মাদ্রাসা শিক্ষা বিস্তারের জন্য ব্যপক কর্মসূচি গ্রহণ করেন এবং প্রতি বছর ছাত্র- ছাত্রীরা কৃত্তিতের সহিত পাশ করেন। বর্তমান প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ডিজিটাল পদ্ধতি বাস্তবায়নে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান চলছে এবং স্বপ্ন দেখছে সরকারের ভিশন-২০২১ সফল করার।